স্টাফ রিপোর্টার: ফুটবলসহ অন্যান্য খেলাধুলায় অবদান রাখায় চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের খেলোয়াড় ও কর্মকর্তাদের ব্লেজার উপহার দিলেন সাবেক চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দশম জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল রোববার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি তরুণ ক্রীড়া সংগঠক নঈম হাসান জোয়ার্দ্দারের হাতে আনুষ্ঠানিকভাবে ব্লেজারগুলো হস্তান্তর করেন। এ সময় হুইপ মহোদয় খেলোয়াড় কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, শুধু অর্থ উর্পাজনের জন্য খেলা নয়, নিজের সবচেয়ে ভালো খেলাটা প্রদর্শন করে নিজ দলের জয় নিশ্চিত করতে হবে। আর এজন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন করা। শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে সর্বশেষ ঝিনাইদহের কালিগঞ্জে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবলের ফাইনালে যে সকল খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ করে দলকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে সহায়তা করেন তাদের হাতে হুইপ মহোদয় ব্লেজার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ইয়াকুব হোসেন মালিক, মতিয়ার রহমান, ফুটবল কোচ সরোয়ার হোসেন মধু, ওবায়দুল হক, অ্যাড. তালিম, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন-আজাদ সুস্থিরসহ জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবর্গ।
ফুটবলে অবদান রাখায় চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের খেলোয়াড় ও কর্মকর্তাদের ব্লেজার উপহার দিলেন হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন
