মেহেরপুরে সাংস্কৃতিক উৎসব-১৫’র উদ্বোধন

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক উৎসব-২০১৫’র উদ্বোধন করা হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সহকারী অধ্যাপক নাসিরুজ্জামান খান পিন্টু, প্রভাষক বশির আহমেদ, প্রভাষক মিল্টন আলী বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাস থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে ৱ্যালিটি শহর প্রদক্ষিণ করে।

Leave a comment