দর্শনায় মহান একুশে পালনে প্রস্তুতিসভায় এমপি আলী আজগার টগর

একুশের চেতনায় রুখে দিতে হবে সকল অরাজকতা

 

দর্শনা অফিস: দর্শনা সরকারি কলেজ সভাকক্ষে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, ১৯৫২ সালে মায়ের ভাষা অক্ষুণ্ণ রাখতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো বাংলার দামাল ছেলেরা। তাই আমরা আজ মায়ের ভাষায় কথা বলছি। বাংলার ওই দামাল ছেলেদের রক্তের বিনিয়মে আজকের এ মাতৃভাষা দিবস সারা বিশ্বে পালিত হচ্ছে। গর্ব ভরে ধ্বনিত হচ্ছে বাংলাদেশের নাম। তাই আসুন একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রুখে দিই সব অরাজকতা। কলেজের অধ্যক্ষ অধ্যাপক শ্যামল কুমার সাহার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, দর্শনা রেলবাজার দোকানমালিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর জামান।