স্টাফ রিপোর্টার: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে অবরোধের ৩৭তম দিনে গতকাল বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১৭টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় সিএনজি অটোরিকশায় পেট্রোলবোমা হামলা করে দুবৃর্ত্তরা। এতে পাঁচ যাত্রী দগ্ধ হন। খুলনায় একুশের বইমেলায় বোমা হামলা হয়েছে। এদিন দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার কারা হয়েছে অন্তত ১৪৭ বিরোধী নেতাকর্মীকে। শরীয়তপুর ও নাটোরে বোমা বানাতে গিয়ে ৫ জন আহত হয়েছে। রাজধানীর পল্টন থানার পাশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। বংশালে ৫টি পেট্রোলবোমাসহ ৪ জন ও গুলশান থেকে ১০টি পেট্রোলবোমাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়েছে বিএনপি-জামায়াতের ১২ কর্মীকে। এছাড়া ২০ দলীয় জোটের ডাকা হরতালের চতুর্থ দিনে রাজধানীর জীবনযাত্রা স্বাভাবিক ছিলো। রাস্তায় বিপুলসংখ্যক যানবাহনের উপস্থিতি দেখা গেছে। রামপুরার উলন রোডে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। মগবাজার মোড়ের পূর্বপাশে মতিঝিল-বনানী রুটের (৬ নম্বর) একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। রামপুরা ও রমনা থানা পুলিশ দুটি অভিযোগই অস্বীকার করেছে।
গতকাল বুধবার সন্ধ্যায় পল্টন মডেল থানার গেটের সামনে ও পল্টন থানার পাশের সিটি হার্ট মার্কেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি। পল্টন থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতায় বলেন, ককটেল হামলাকারীদের ধরতে থানার আশপাশের গলিতে তল্লাশি চালানো হচ্ছে। সন্ধ্যা ৭টায় শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ছবিরহাটে পরপর ৮টি ককটেল বিস্ফোরণ ঘটে।
ৱ্যাব জানিয়েছে, সন্ধ্যার সময় গুলশান এক নম্বরে গ্লোরিয়া জেন্স ক্যাফের সামনে থেকে ১০টি পেট্রোলবোমাসহ দু যুবককে গ্রেফতার করেছে ৱ্যাব-১ এর একটি দল। তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ৱ্যাব-১ এর কার্যালয়ে নেয়া হয়েছে। এর আগে বংশালের নর্থ সাউথ রোড এলাকা থেকে পেট্রোলবোমা ও ককটেলসহ ৪ জনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। মঙ্গলবার রাতে নর্থ সাউথ রোডের ময়লার গলি এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বোমা হামলা করার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হচ্ছে মো. কাওসার হোসেন হৃদয়, মো. ফারুক, মো. মামুন, ও মো. দুলাল। এ সময় তাদের হেফাজত হতে প্লাস্টিকের বাজার করা ব্যাগে ভর্তি ৫টি পেট্রোলবোমা ও লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি ককটেল উদ্ধার করা হয়। এ বিষয়ে বংশাল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
রাজধানীতে গ্রেফতার ১২: ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ৯ জন ও জামায়াত-শিবিরের ৩ জন নেতাকর্মী রয়েছে। গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রমনা, বংশাল ও মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।