গাজীপুরের মেয়র মান্নান গ্রেফতার

স্টাফ রিপোর্টার: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুর পুলিশ সুপার হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় মেয়র মান্নানকে গ্রেফতার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ সুপার।

২০১৩ সালে অনুষ্ঠিত গাজীপুর সিটির প্রথম নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট সমর্থিত প্রার্থী আজমত উল্লাকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক আবদুল মান্নান মেয়র নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মেয়র মান্নানের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ঢাকা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে শিশুসহ ৫ যাত্রী দগ্ধ হন। সর্বশেষ এ ঘটনায় মেয়র মান্নানসহ ৩৯ জনকে আসামি করে মামলা করে পুলিশ।