মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন কাল

 

মেহেরপুর অফিস: শুক্রবার মেহেরপুর ব্যবসায়ী সমিতির (বড় বাজার) ত্রিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। সমিতির নির্বাচন কমিশন নির্ধারিত সময় অনুযায়ী বুধবার মধ্যরাত থেকে প্রচারণ-প্রচারণা শেষ হয়েছে। গতকাল বুধবার বিকেলে শেষ মুহূর্তের গণসংযোগ ও শোডাউনে ব্যস্ত সময় পার করেছেন দিপু-খোকন পরিষদের প্রার্থী, ভোটার ও সমর্থকরা। নির্বাচন কেন্দ্র করে ব্যবসায়ীদের মাঝে বইছে উৎসবের আমেজ। ২১টি পদের মধ্যে ভোটগ্রহণের আগেই দিপু-খোকন পরিষদের ১২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় এগিয়ে রয়েছে পরিষদটি। বাকি পদগুলোতেও বিজয় অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন প্রার্থী ও ভোটাররা। দিপু-খোকন পরিষদে সভাপতি পদে মনিরুজ্জামান দিপু, সহসভাপতি পদে ডা. আবুল কাশেম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান মফিজ, সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান টোটন, দপ্তর সম্পাদক পদে আব্দুস সালাম, প্রচার সম্পাদক পদে সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, ক্রীড়া সম্পাদক পদে বুরহানুল আজিম রিয়াদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সাংস্কৃতিক ও নাট্য সম্পাদক সিরাজুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তাকিম, প্রহরা বিষয়ক সম্পাদক কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। একই পরিষদের সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি পদে সানোয়ার হোসেন সেন্টু, যুগ্ম সম্পাদক পদে খন্দকার মোবাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আলমগীর বাদশা শিল্টন ও নির্বাহী সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে এককভাবে সাধারণ সম্পাদক পদে আবু ইউসুফ মিরন, সিনিয়র সহসভাপতি সোহেল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সালেহীন আলম আঙ্কুর, কোষাধ্যক্ষ পদে তাজুল ইসলাম ও নির্বাহী সদস্য পদে দুজন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মোট ভোটার সংখ্যা ৮৪২। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন। ব্যবসায়ী সমিতির কার্যালয়ে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।