স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকায় কলেজ রোড থেকে সদর উপজেলা পর্যন্ত সড়কে নির্মাণ কাজ হঠাৎ করে শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া নির্মাণকাজের রাস্তা খোঁড়াখুঁড়ি কাজ চলছে। কতোদিনে নির্মাণকাজ শেষ হবে জানে না এলাকাবাসী।
চুয়াডাঙ্গা শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক সদর হাসপাতাল ও সদর উপজেলা পরিষদের এ সড়কটি। আগে থেকে জানা না থাকায় হাসপাতালে যাতায়াতকারী রোগী, স্বজন, পথচারী ও এলাকাবাসীকে হঠাৎ করেই ভোগান্তিতে পড়তে হয়েছে। কাজ শুরু হলেও রাস্তার কাজ চলছে এরকম কোনো সাইনবোর্ড বা দিক নির্দেশনা না থাকায় জনগণকে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। যাতায়াতকারীরা সিনেমাহলের পাশে কাঠগোলা ও ঈদগাহ সড়ক সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হয়েছে।