চুয়াডাঙ্গা সরকারি কলেজে অবদান রাখায় নিজ নামে স্মৃতিস্তম্ভ তৈরি ও ভবনের নামকরণের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালুতে অবদান রাখায় আন্দোলনকারী নেতা শামীম এজাজ তার নামে কলেজে একটি স্মৃতিস্তম্ভ তৈরি ও একটি ভবনের নাম তার নামানুসারে রাখার দাবি করেছেন। একই সাথে তিনি বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠায় অবদান রেখেছেন বলে দাবি করেছেন। এজাজ শামীম সংবাদ সম্মেলনে আরো ঘোষণা দেন মৃত্যুর পর তার চোখ দুটি সন্ধানী এবং শরীর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গবেষণা কাজে ব্যবহারের জন্য উৎসর্গ করবেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা সরকারি কলেজে অনার্স কোর্স বাস্তবায়ন কমিটির সভাপতি শামীম এজাজ লিখিত এক বক্তব্যে এসব দাবি করেন।

এ সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আব্দুল মান্নান, হারদী মীর শামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিকেল বিভাগের শিক্ষক আকরাম আলী ও জেলা শিক্ষক-অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব উপস্থিত ছিলেন।