ওসমানি মেডিকেলে এক রাতে ১০ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী মেডিকেলে গত সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নবজাতকসহ ১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া ২২ জন রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ চিকিৎসকদের অবহেলার কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত শিশুদের বয়স ১ দিন থেকে দেড় বছরের মধ্যে। এর মধ্যে ৫ জনই নবজাতক। হাসপাতালের শিশু বিভাগের ২১, ২২ নম্বর ওয়ার্ড এবং গাইনি ওয়ার্ডে এসব শিশুর মৃত্যু হয়।

নবজাতক সন্তান হারানো এক অভিভাবক রানা পাল বলেন, ভর্তির পর শিশুর ঠিকমতো পরিচর্যা করেননি চিকিৎসক-নার্সরা। স্বজনরা রোগীদের অবস্থা জানাতে নার্স ও চিকিৎসকদের কাছে গেলে তারা দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন। তার দাবি, হাসপাতালের নার্স ও কর্তব্যরত চিকিৎসকদের অবহেলার কারণেই শিশুগুলো মারা গেছে।

সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুস সালাম জানান, শিশুরা বিভিন্ন রোগে মারা গেছেন। এদের মধ্যে কারো জন্মগত ত্রুটি, শারীরিক সমস্যাসহ নানা রকম রোগ ছিলো। তিনি আরো জানান, চিকিৎসকদের অবহেলার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।

গতকাল মঙ্গলবার সকালে শিশু বিভাগ পরিদর্শন করে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুস সবুর বলেন, চিকিৎসকদের কোনো অবহেলা নেই। আমরা বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছি। এ ঘটনায় মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইসমাঈল আহমেদ পাটোয়ারীকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তিন সদস্য বিশিষ্ট পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের জানামতে সেখানে কোনো অঘটন ঘটেনি। কিছু ঘটলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে প্রতিমন্ত্রী জানান।

Leave a comment