টিপ্পনী

খবর:(দেশের বর্তমান পরিস্থিতিতে সব মহল থেকে সংলাপের মাধ্যমে সংকট নিরসনের দাবি)

শহর বাজার রাস্তা-ঘাটে
আগুন জ্বলে দাউ দাউ,
বসুন বসুন সংলাপ চায়
বলছে সবাই ফাও ফাও।

চিৎকার আর কান্নাকাটি
হাসপাতালের আশপাশ,
বাঁচাও বাঁচাও আর্তনাদে
দগ্ধরা সব হাঁসফাঁস।

পুড়ছে মানুষ মানবতা
জ্বলছে পুরো দেশটা,
কার কী তাতে ওদের কেবল
গদি দখল চেষ্টা!

-আহাদ আলী মোল্লা

Leave a comment