লড়াই করে হার বাংলাদেশের

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের আগে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে লড়াই করলেও পাকিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত পেরে ওঠেনি বাংলাদেশ। সাবেক চ্যাম্পিয়নদের কাছে ৩ উইকেটে হেরেছে মাশরাফি বিন মুর্তজারা। গত সোমবার সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জবাবে ৪৮ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ৮ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন রুবেল হোসেন ও মাশরাফি। তবে এরপরই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তৃতীয় উইকেটে ইউনুস খান (২৫) ও হারিস সোহেল গড়েন ৪৪ রানের জুটি। ইউনুসকে ফিরিয়ে তৃতীয় উইকেট জুটির প্রতিরোধ ভাঙেন মাহমুদুল্লাহ। এরপর হারিসের সাথে ৫১, উমর আকমলের সঙ্গে ৬৩, মিসবাহ-উল-হকের সাথে ৩৩ ও শহীদ আফ্রিদির সঙ্গে ৪১ রানের চারটি জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান শোয়েব মাকসুদ। দারুণ চেষ্টা করলেও জুটি গড়া ঠেকাতে পারেননি মাশরাফি, রুবেল, সাকিব আল হাসানরা। তাই হারও এড়াতে পারেননি তারা। শেষ পর্যন্ত ৯৩ রানে অপরাজিত থাকেন মাকসুদ। তার ৯০ বলের ইনিংসটি ৯টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ। হারিস ও আকমলের ব্যাট থেকে আসে ৩৯ রান করে। আফ্রিদি খেলেন ২৪ রানের আক্রমণাত্মক ইনিংস। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি ও তরুণ পেসার তাসকিন নেন ২টি করে উইকেট। ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। অ্যাডিলেইড ওভালে ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান।