হরিণাকুণ্ডুতে ফেনসিডিলসহ দু মাদকব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গতকাল শনিবার দুপুরে ২০ বোতল ফেনসিডিলসহ দু মাদকব্যবসায়ীকে আটককরেছে থানা পুলিশ। আটককৃতরা হলো-চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের রহমবারীর ছেলে নাজিম উদ্দীন (২০) ও একই গ্রামের জুম্মাত আলীর ছেলে জসিম উদ্দীন (২২)।

হরিণাকুণ্ডু থানার এসআই ব্রজেন কুমার জানান, গতকাল শনিবার দুপুরে এএসআই বাচ্চু শেখের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে তিনি এসআই আব্দুল আলীম ও এএসআই বাচ্চু শেখ উপজেলার পৌরসভাধীন চাতাল মোড় এলাকা থেকে তাড়া করে মোটরসাইকেল আরোহী দু ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটককৃতরা এদিন একটি বড় ফেনসিডিলের চালান এনেছিলো বলেও তিনি জানান। পথিমধ্যে বিভিন্ন এলাকায় ডেলিভারি দেয়ার পর সর্বশেষ চালানসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবত এ এলাকায় ফেনসিডিল বেচা-কেনা করে আসছিলো বলেও থানা পুলিশ সূত্রে জানা যায়।