আলমডাঙ্গার খাদিমপুর ও গাংনী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড গঠন

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গার সকল ইউনিয়ন কমান্ড পুনর্গঠন শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু ইউনিয়ন কমান্ড গঠন সম্পন্ন হয়েছে। আলমডাঙ্গার খাদিমপুর, ভাংবাড়িয়া ও গাংনী ইউনিয়ন কমান্ড গঠনের খবর পাওয়া গেছে।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন কামান্ড গতপরশু শুক্রবার গঠিত হয়। জেলা ও উপজেলা কামান্ডারদের উপস্থিতিতে গঠিত খাদিমপুর ইউনিয়ন কমান্ডের কমান্ডার হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জামশেদুর রহমান জোয়ার্দ্দার জাহাঙ্গীর। ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোয়ারজেম হোসেন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একদিল, কার্যকরী উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন।

একই দিনে আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন কমান্ড গঠিত হয়। ইউনিয়ন কমান্ড গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেল ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্দা আবু হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান জোয়ার্দ্দার। আসমানখালী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে গাংনী ইউনিয়ন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনকে ডেপুটি কমান্ডার নির্বাচিত করা হয়। কার্যকরী সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে বলে জানানো হয়েছে।