ঝিনাইদহ প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের কেপি বসু সড়কে জেলা বিএনপি কার্যালয়ে গতকাল বুধবার বিকেলে জেলা মহিলা দল এ কর্মসূচির আয়োজন করে।
জেলা মহিলাদলের সভানেত্রী মাহবুবা রহমান শিখার সভাপতিত্বে দোয়া মাহফিলপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মসিউর রহমান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম, বিএনপি নেতা আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু, আশরাফুল ইসলাম পিন্টু, আহসান হাবিব রনক, মীর ফজলে এলাহী শিমুল ও মিজানুর রহমান সুজন। মাহফিলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক বইবার শক্তি কামনা করে দোয়া করা হয়। একই সাথে চলমান আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবৃন্দ।