স্টাফ রিপোর্টার: টানা অবরোধের মধ্যেই ঢাকা মহানগরীসহ দেশব্যাপী ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ, সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং বিএনপিসহ ২০ দলীয় জোটের ১০ হাজার নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে আজ ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টার হরতাল ঘোষণা করা হয়। ২০ দলের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী আহমেদ গতকাল শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান। শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালনের জন্য দেশবাসী ও জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বগুড়ায় ২০ দলীয় জোট আজ সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, জেলা জামায়াতের নায়েবে আমীর আলমগীর হুসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমুসহ ২০ দলীয় জোটের অসংখ্যা নেতাকর্র্মীকে গ্রেফতার, মামলা, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। শুক্রবার বিকালে জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অপরদিকে আজ বরিশাল মহানগর ও জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্র, মির্জা ফখরুল ইসলাম আলগীরসহ বিএনপির সব নেতাকর্মীর মুক্তি এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে আজ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আবদুল জব্বার সোনা। শনিবার জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস ও জেলা ওলামা দলের সভাপতি আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।