দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাগুরার উৎপল নামের অভিযুক্ত মাদক কারবারীকে গ্রেফতার করেছে। পুলিশ উৎপলের বিরুদ্ধে থানায় দায়ের করেছে মামলা। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই শাহীন আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা রেলগেট নামক স্থানে। পুলিশ রেলগেট যাত্রী ছাউনির সামনে থেকে গ্রেফতার করে মাগুরা সদর উপজেলার মেটানী হাসপাতালপাড়ার আবুল হোসেন মোল্লার ছেলে উৎপল মোল্লাকে (২৫)। পুলিশ বলেছে, উৎপলের দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১২ বোতল ফেনসিডিল। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে গতকালই রাতে উৎপলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় দায়ের করেছেন মামলা। পুলিশের একই দল গতকাল সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে দর্শনা রেল বাজারের ফুলতলা এলাকা থেকে গ্রেফতার করেছে কেরুজ আনন্দ বাজারপাড়ার বিল্লাল হোসেনের ছেলে তুহিন হোসেন ওরফে তনুকে (২৪)। পুলিশ বলেছে, তনু বিভিন্ন মামলার এজাহার ভুক্ত আসামি।