রিজভী আহমেদ হাসপাতাল থেকে হাওয়া! থানায় জিডি

স্টাফ রিপোর্টার: পুলিশি পাহারায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ সবার অগোচরে হাসপাতাল ত্যাগ করেছেন। গত মঙ্গলবার গভীর রাতে কোনো এক সময়ে তিনি সবার অগোচরে হাসপাতাল ত্যাগ করেন। গতকাল বুধবার সকালে হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র রিজভীর হাসপাতালে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে। রিজভী কখন ও কিভাবে গেছেন এবং কাউকে বের হওয়ার সময় অবহিত করেছেন কি-না হাসপাতাল সূত্র এমন প্রশ্নের কোনো উত্তর দেয়নি। গত শনিবার রাত ১২টার দিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে ডিবি পুলিশ আটক করে। এরপরে তার অসুস্থতার কারণে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। ওই সময় পুলিশের পক্ষে রিজভী আহমেদ আটক নন বলেও দাবি করা হয়।

Leave a comment