আগামীকাল থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

চুয়াডাঙ্গার প্রায় প্রতিটি গ্রাম ও শহরের মহল্লা থেকেই ছাড়ছে রিজার্ভ বাস

 

স্টাফ রিপোর্টার: আগামীকাল শুক্রবার থেকে ঢাকার সন্নিকটে টঙ্গীর কহর দরিয়া খ্যাত তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব তাবলিগ জামাতের ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথমপর্বভূক্ত চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গার খিত্তা নং ৩৬। অবোরধের মধ্যেই চুয়াডাঙ্গার প্রায় প্রতিটি গ্রাম শহরের প্রায় প্রতিটি মহল্লা থেকেই মসুল্লিরা বাস রিজার্ভ করে ইজতেমার উদ্দেশে রওনা হচ্ছেন। গতকাল বিকেল থেকে ইজতেমার উদ্দেশে বাসগুলো ছাড়তে শুরু করেছে।

৯ জানুয়ারি ইজতেমা শুরু হলেও বুধবার ভোর থেকেই লাগাতার ২০ দলীয় জোটের অবরোধের ভীতি নিয়েও দলে দলে ইজতেমা ময়দানে মুসল্লিরা আসতে শুরু করেছেন। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে অন্য বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম হবে বলে ধারণা করছেন মুসল্লিরা। শুক্রবার অনানুষ্ঠানিকভাবে শুরু হয়ে ১১ জানুয়ারি দুপুরে অর্থাৎ জোহরের নামাজের আগেই যে কোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে।

মরণঘাতী ইবোলা ভাইরাস আক্রান্ত ৫টি দেশের (যথা: লাইবেরিয়া, গিনি, নাইজেরিয়া, মালি ও সিয়েরালিওন) নাগরিকদের নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়াও যেসব দেশে জঙ্গিগোষ্ঠীর তৎপরতা রয়েছে সেসব দেশের নাগরিকদের ইজতেমায় অংশগ্রহণে বিশেষ সতর্কতা রয়েছে। প্রথম দফায় খিত্তাওয়ারি মুসল্লিদের অবস্থান: ইজতেমার প্রথম দফায় ঢাকার উত্তর থেকে দেশের উত্তরভাগ অংশগ্রহণ করবেন। এর মধ্যে ১ নং খিত্তায় গাজীপুর-১, ২ নং খিত্তায় গাজীপুর-২, ৩-১৩নং ঢাকা-৩ থেকে (ঢাকা-১, ২ বাদে) ১২, ১৪নং সিরাজগঞ্জ, ১৫নং নরসিংদী, ১৬নং ফরিদপুর, ১৭নং রাজবাড়ী, ১৮নং শরিয়তপুর, ১৯(১-২) কিশোরগঞ্জ, ২০নং নাটোর, ২১নং শেরপুর, ২২নং দিনাজপুর, ২৩নং হবিগঞ্জ, ২৪নং রংপুর, ২৫নং লালমনিরহাট, ২৬নং গাইবান্ধা, ২৭নং জয়পুরহাট, ২৮নং রাজশাহী, ২৯নং সিলেট, ৩০নং চাঁদপুর, ৩১নং ফেনী, ৩২নং চট্টগ্রাম, ৩৩নং বান্দারবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ৩৪নং বাগেরহাট, ৩৫নং নড়াইল, ৩৬নং চুয়াডাঙ্গা, ৩৭নং যশোর, ৩৮নং ভোলা, ৩৯নং বরগুনা ও ৪০নং খিত্তায় ঝালকাঠি জেলার মুসল্লিরা অবস্থান করবেন। মুসল্লিদের সুবিধার্থে ময়দানের উত্তর দিক থেকে ক্রমানুসারে দক্ষিণ দিকে খিত্তার নম্বর বসানো হয়েছে।