জীবননগরে অবরোধের মধ্যে রাতে চলছে একের পর এক বোমার বিস্ফোরণ

জীবননগর ব্যুরো: বিএনপি ও সমমানের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যে গভীর রাতে জীবননগরে চলছে বোমার বিস্ফোরণ। গভীর রাতে বোমা বিস্ফোরণের বিকট শব্দে ঘুমন্ত মানুষ হতচকিত হয়ে জেগে উঠছে। অজ্ঞাত দর্বৃত্তদল শহরের চুয়াডাঙ্গা, চ্যাংখালী ও কালীগঞ্জ সড়কে এ বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।

মঙ্গলবার গভীর রাতেও বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। হাসপাতাল সড়কে দুটি ও কালীগঞ্জ সড়কে কমপক্ষে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় জীবননগর হাইস্কুল মসজিদের সামনে টায়ারে আগুন দিয়ে রাতে চলাচলকারী যানবাহনের চালকদের মধ্যে ভীতি সৃষ্টি করা হয়। অবরোধের মধ্যে রাত নামলেই জীবননগর শহরে একের পর শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় এ উপজেলাবাসী যেমন আতঙ্কিত হয়ে পড়েছে, তেমনি সুধীমহলকে ভাবিয়ে তুলেছে।

Leave a comment