স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও স্কটল্যান্ডকে নিয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে এই দু দেশকে ছোট করে দেখার ভুল করতে রাজি নয় তারা। গতকাল বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে বলেন, বিশ্বকাপে কোনো দলকে হালকাভাবে নেয়া যাবে না। কারণ আমরা সবাই ভিন্ন কন্ডিশনে খেলবো। আমরা প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দেব আর নিজেদের সেরাটা খেলার চেষ্টা করবো। বাংলাদেশের কোচ জানান, আফগানিস্তান ও স্কটল্যান্ডকে নিয়ে সতর্ক থাকবেন তারা। ১৮ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
আফগানিস্তান-স্কটল্যান্ডকে নিয়ে সতর্ক বাংলাদেশ
