সৌম্যর বোলিং ‘বোনাস’

স্টাফ রিপোর্টার: ইমরুল কায়েস ও শামসুর রহমানের সাথে লড়াই করে বিশ্বকাপ দলে সৌম্য সরকার সুযোগ পেয়েছেন তার বোলিঙের বিবেচনায়। তবে অলরাউন্ডার নয়, এ তরুণকে মূলত ব্যাটসম্যান হিসেবে দেখছেন বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে। গতকাল বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাথুরুসিংহে সাংবাদিকদের বলেন, সৌম্য রানে আছে। আমাকে বলা হয়েছে, সে এক থেকে সাত বা টপঅর্ডারে ব্যাট করতে পারে। সে বেশ জোরে বল করতে পারে। তবে আমরা তার ব্যাটিঙের দিকেই তাকিয়ে থাকবো। তার বোলিং হবে বোনাস।

বাংলাদেশের কোচ জানান, সৌম্যর খুব ভালো দিন না গেলে কোনো ম্যাচেই তার ১০ ওভার বল করার সুযোগ নেই। মাত্র এক ওয়ানডে খেলা সৌম্যকে বল করতে পারে এমন ব্যাটিং অপশন হিসেবে ভাবছেন হাথুরুসিংহে। বিশ্বকাপ দলের পেস আক্রমণ নিয়ে খুশি হাথুরুসিংহে। তার বিশ্বাস অস্ট্রেলিয়ায় ভালো করবে পেসাররা।