স্টাফ রিপোর্টার: চলতি বছর বাংলাদেশ সফরে এসে পাকিস্তান দুটি ও ভারত একটি টেস্ট খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালক এ তথ্য জানিয়েছেন। গত মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস সাংবাদিকদের জানান, এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা।
ফেব্রুয়ারি-মার্চের বিশ্বকাপ শেষে প্রথম দল হিসেবে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। ২০১১ সালের নভেম্বর-ডিসেম্বরে সর্বশেষ সফর করেছিলো দলটি। সেবারও দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছিলো তারা। এ পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের বিপক্ষে সাতটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এছাড়া ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলেছিলো তারা।
জুনের প্রথম সপ্তায় বাংলাদেশ সফরে আসবে ভারত। একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে তারা। গত বছর বাংলাদেশ সফরে এসে কোনো টেস্ট খেলেনি ভারত; কেবল তিনটি ওয়ানডে খেলেছিলো। আগামী বছর একটি টেস্ট খেলতে ভারতে যাওয়ার ব্যাপারে দেশটির বোর্ডের সাথে ইতিবাচক আলোচনা চলছে বলে জানান জালাল। অভিষেকের পর থেকে ১৪ বছরের বেশি সময় পরও ভারত সফরের সুযোগ হয়নি বাংলাদেশের। তবে অভিষেক টেস্টের এ প্রতিপক্ষ দেশটি চারবারের সফরে বাংলাদেশের বিপক্ষে সাতটি টেস্ট খেলে। সর্বশেষ ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ।