মেহেরপুর অফিস: সোনার বাংলা বিনির্মাণ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে জেলা ছাত্রলীগের কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান অহম্মেদ রুপকের সভাপতিত্বে কর্মীসমাবেশে বিশেষ অতিথি ছিলেন- মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক এমপি মকবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাড. শফিকুল ইসলাম শফি, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহসম্পাদক শফিকুল ইসলাম শিমুল, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাড. আব্দুস সালাম, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন দুদু। মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনের উপস্থাপনায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম, সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দসহ ছাত্রলীগ নেতা।