খবর:(হলমার্ক ডিজাইনকে ৩৭০ কোটি টাকা জরিমানা)
ওদের আছে টাকার পাহাড়
আছে টাকার পালা,
জরিমানা যতোই করো
নেই তাতে গা জ্বালা।
দিন দুপুরে ওরা ছেটায়
পরের চোখে ধুলো,
দেখতে চিকন চাকন হলেও
ভীষণ মোটা মুলো।
ন্যারাবেরা ভাব ওনাদের
কিন্তু খুবই চালু,
জেল কি বা ফাঁস হয় না ওদের
খুঁটি ওদের খালু।
-আহাদ আলী মোল্লা