দৌলতপুরে পিকনিক করা নিয়ে সংঘর্ষ : গুলিবিদ্ধসহ আহত ১০

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামে ইংরেজি নববর্ষ উপলক্ষে পিকনিক করা নিয়ে দু গ্র“পের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভারত সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইংরেজি নববর্ষ উপলক্ষে পিকনিক করা নিয়ে ওই এলাকার মাদকসম্রাট রিংকু ও শহিদুল গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শুকচাঁদ বিশ্বাস (৫৫) রেনুয়ারা খাতুন (৪৮) গুলিবদ্ধ হন। এছাড়া আমিরুল (২২), আসাদুল (২৫), মহাবুল (২৬), রেহেনাসহ (৩৫) ১০ জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় রিংকু গ্র“পের লোকজন আশপাশের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত রিপনকে (২৫) আটক করেছে। দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।