জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপনির্বাচন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। উপনির্বাচনে হায়দার আলী টিউবওয়েল প্রতীকে ৬০৮ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী বাহাউদ্দীন বাহার মোরগ প্রতীকে পেয়েছেন ৬০৩ ভোট। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১ হাজার ৮১১জন। ভোট পোলিং হয়েছে ১ হাজার ৪৩২। অপর প্রার্থী অহিদুল ইসলাম ফুটবল প্রতীকে পেয়েছেন ২২১ ভোট।