গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার দেবীপুর মাঠের সড়কে পুলিশের হাতে গ্রেফতার এড়াতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে ডাকাতদলের কয়েকজন সদস্য। তবে বিপাকে পড়েছেন তাদের বহনকারী মাইক্রোবাসচালক সাহেবনগর গ্রামের আশিক মিয়া (১৭)। মাইক্রোবাস, ৫টি হাত বোমাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আশিক। গতকাল রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতির উদ্দেশে মাইক্রোবাসে যাত্রী সেজে ডাকাতদলের কয়েকজন সদস্য গাংনীর দিকে আসছিলো বলে জানায় পুলিশ।
জানা গেছে, বামন্দী পুলিশ ক্যাম্পের আনছার সদস্য নায়েক দুলাল হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য বামন্দী পুলিশ ক্যাম্পের অদূরে দেবীপুর মাঠের সড়কে টহলে ছিলেন। এ সময় দেবীপুর গ্রামের দিক থেকে একটি মাইক্রোবাস ঘটনাস্থলে এলে পুলিশ সদস্যরা দাঁড় করায়। মাইক্রোবাসটি তল্লাশি করতে পুলিশ সদস্যরা এগিয়ে যান। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটায় যাত্রীবেশী ৫/৬ জন ডাকাত। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। পুলিশ সদস্যদের গায়ে না লাগায় তারা প্রাণে রক্ষা পায়। তবে বোমার ধোয়ার আছন্ন হলে তারা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে মাইক্রোবাসের চালক আশিক মিয়াকে আটক করে পুলিশ। মাইক্রোবাস তল্লাশি করে ৫টি হাতবোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্প অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসসহ আশিককে ক্যাম্পে নিয়ে আসে। রাতেই তাকে নেয়া হয় গাংনী থানায়। পরে মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ থানায় এসে আশিককে জিজ্ঞাসাবাদ করেন।
থানায় আটক আশিক জানায়, তার চাচা মাহেরুলের মাইক্রোবাস (যার নং ঢাকা মেট্রো চ ১১-৪৯৯৪) সে ভাড়ায় চালায়। দেবীপুর গ্রামের মাইক্রোবাসচালক জাহাঙ্গীর হোসেন তার সাথে ভাড়া ঠিক করেন। ৭শ টাকা ভাড়া মিটিয়ে জাহাঙ্গীরের কথামতো গতকাল সন্ধ্যায় দেবীপুর গ্রামে পৌছায় আশিক। জাহাঙ্গীরের বাড়ির কাছ থেকে কয়েকজনকে মাইক্রোবাসে তুলে গাংনীর বাঁশবাড়িয়া গ্রামে পৌঁছে দেয়ার উদ্দেশে রওনা হয়। মাইক্রোবাসের যাত্রীদের নাম না জানলেও তারা জাহাঙ্গীরের চাচাতো ভাই বলে পরিচয় দেয় বলে দাবি করেন আশিক। ডাকাতদলের সদস্যদেও সাথে তার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, মাইক্রোবাসের যাত্রীবেশীরা ডাকাতদলের সদস্য। ডাকাতির উদ্দেশে তারা রওনা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে। তবে আশিকের কথা ঠিক কি না তা যাচাই করা হচ্ছে। আশিকের স্বীকারোক্তিসহ বিষয়টি তদন্ত করে দ্রুত দোষীদের গ্রেফতারের আশাবাদ ব্যক্ত করেন তিনি। আশিকসহ যাত্রীবেশী ডাকাতদের নামে থানায় মামলা দায়ের করে আজ সোমাবার আশিককে আদালতে সোপর্দ করা হবে বলেও জানা তিনি।