জনসনকে পরোয়া করেন না কোহলি

মাথাভাঙ্গা মনিটর: ভারতকে সিরিজে টিকিয়ে রাখতে মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার সেরা পেসার মিচেল জনসনকেও পাত্তা দেননি তিনি। সাথে আবার দিনভর প্রতিপক্ষের ক্রিকেটারদের সাথে চলে তার কথার লড়াই। সব মিলে দিন শেষে কোহলি জানালেন, অস্ট্রেলিয়ার সেরা এ পেসারকে সম্মান করার মতো কোনো কারণই আর অবশিষ্ট নেই। সংবাদ সম্মেলনে কোহলি জানান, মাঠে তাকে উত্ত্যক্ত করতে অস্ট্রেলিয়া দলের অনেকেই নাকি তাকে ‘বখে যাওয়া সন্তান’ বলে ডাকছিলো। খেলার এক পর্যায়ে জনসন কোহলিকে রান আউট করতে বল ছুড়ে মারেন। সেটা গিয়ে লাগে কোহলির গায়ে। ওই মুহূর্তের কথা তুলে ধরে প্রথম ইনিংসে ১৬৯ রান করা কোহলি ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনার পর জনসনকে কোহলি বলেন, এর পরে স্টাম্পে বল মারতে চেষ্টা করো, আমার শরীরে নয়। এ ঘটনার পর জনসনের প্রতি শ্রদ্ধাবোধ পুরোপুরি উঠে যায় কোহলির মন থেকে। তাদের কয়েকজনকে আমি সম্মান করি; কিন্তু কেউ যদি আমাকে সম্মান না করে তাহলে আমার তাদের সম্মান করার কোনো কারণ নেই। সংবাদ সম্মেলনের কোহলি জানান, প্রতিপক্ষের এমন আচরণে নাকি উল্টো সুবিধাই হয়েছে তার। তারা আমাকে বখে যাওয়া সন্তান বলে ডাকছিলো। আমি বলেছি, হয়তো আমি এমনই। আমি জানি তোমরা আমাকে ঘৃণা করো এবং আমি সেটা উপভোগ করি।
গতকাল রোববার ২৭২ বলে দারুণ ইনিংসটা খেলতে ১৮টি চার মারেন কোহলি। জনসনের এক ওভারে টানা তিন বলে ৩টি চার মারেন তিনি। শেষে কোহলির উইকেটটা নিতে পারলেও জনসনকে ১৩৩ রান খরচ করতে হয়। বল-ব্যাটের লড়াইয়ের পাশাপাশি প্রতিপক্ষের সাথে কথার যুদ্ধটাও নাকি বেশ পছন্দ কোহলির। এটা নাকি তাকে আরো ভালো খেলতে সাহায্য করে। মাঠে কথা বলতে আমার কোনো সমস্যা নেই; আর আমার মনে হয়, এটা আমার পক্ষেই কাজ করে। আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পছন্দ করি কারণ শান্ত থাকাটা তাদের জন্য খুব কঠিন। কোহলি আর অজিঙ্কা রাহানের নৈপুণ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লড়াইটা বেশ জমে উঠেছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৩০ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ৪৬২ রান করেছে ভারত। রাহানে ১৪৭ রান করেন।