মাথাভাঙ্গা মনিটর: ভালো খেলেও পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। টটেনহ্যাম হটস্পারের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে লুইস ফন গালের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে গত তিন ম্যাচে ইউনাইটেডের এটা দ্বিতীয় ড্র। গত সপ্তায় অ্যাস্টন ভিলার মাঠে ১-১ গোলে ড্র করার পর গত শুক্রবার নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছিলো রবিন ফন পের্সি-ওয়েইন রুনিরা। চোটের কারণে আনহেল দি মারিয়া ছিলেন না, কিন্তু ইউনাইটেডের মাঝমাঠে আর্জেন্টিনার এ তারকার অভাব বুঝতে দেয়নি অ্যাশলি ইয়ং, হুয়ান মাতা ও আন্তোনিও ভালেন্সিয়ারা।