স্টাফ রিপোর্টার: ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল রোববার সকাল ১০টায় দর্শনায় ওয়েভ ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্রে তৃণমুল সাংবাদিক ফোরামের দক্ষতা ও উন্নয়ন বিষয়ক দু দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সংবাদ লেখার কৌশল ও বাক্য গঠনসহ একটি পূর্ণাঙ্গ সংবাদ লেখার ব্যাপারে বিষদভাবে আলোচনা করেন দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক ও প্রকাশক চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমিন। অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে ২০০৮ সাল থেকে জীবননগর উপজেলার উথলী ও সীমান্ত ইউনিয়নে শিশু বিকাশ কেন্দ্র ও ব্রেভ সার্কেলের মাধ্যমে শিশু উন্নয়নসহ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে আসছে। এসব কার্যক্রমের পাশাপাশি তৃণমুল শিশুদের সাংবাদিক হিসেবে গড়ে তুলতেও কাজ করছে। এরই আলোকে এসব তৃণমুল শিশুদের সাংবাদিক হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের কমিউনিটি সাংবাদিক দলের ১৭ জন শিশু অংশ নেয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন- দর্শনা প্রেসক্লাবের সভাপতি মো. আওয়াল হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক সালাউদ্দিন কাজল, নুঝাত পারভীন ও আশরাফুজ্জামান।