ঝিনাইদহের কালিগঞ্জ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র ফাইনালে উন্নীত

 

ক্রীড়া প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র ৩-০ গোলে মেহেরপুর জেলাদলকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল রোববার বিকেলে কালিগঞ্জ পাইলট স্কুলমাঠে অনুষ্ঠিত তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনালে নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে শেখ রাসেল ক্রীড়াচক্রের তরু ১টি গোল করলেও সেটি রেফারি অফসাইড বলে বাতিল করে দেন। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে শেখ রাসেল ক্রীড়াচক্র ৩-০ গোলে মেহেরপুর জেলাদলকে পরাজিত করে। দলের পক্ষে গোল ৩টি করেন রাব্বী, খোকন ও সাদ্দাম। গুরুত্বপূর্ণ এ সেমিফাইনাল খেলা দেখার জন্য দলের সাথে মাঠে ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি তরুণ ক্রীড়া সংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার, কোচ সরোয়ার হোসেন মধু, ম্যানেজার শহিদুল কদর জোয়ার্দ্দার, টিমের প্রধান সমন্বয়ক সাবেক জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মতিয়ার রহমান, ফিরোজ আহম্মেদ, ইমরান, ছোট রাসেল, রেজাউল, হাপু, মিলু, প্রমুখ। ফাইনালে উন্নীত হওয়ায় শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার সকল খেলোয়াড়-কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

সেই সাথে ফাইনালে আরো ভালো খেলে শিরোপা জেতার জন্য জেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন। আগামী ৩১ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক কালিগঞ্জ ফুটবলদল।