গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫) বিদ্যুতস্পৃষ্টে মারা গেছেন। গতকাল শনিবার আছরের নামাজের আগে নিজ বাড়ির টিউবওয়েলে ওজু করার সময় এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক কাথুলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য কাথুলী গ্রামের মৃত বিশারত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আছরের নামাজ পড়ার জন্য আব্দুর রাজ্জাক বাড়ির আঙিনার টিউবওয়েলে ওজু করতে যান। এ সময় তিনি বিদ্যুতস্পৃষ্টে গুরুতর আহত হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারিকসূত্রে জানা গেছে, ওই টিউবওয়েলের সাথে একটি সেচপাম্প (বাড়ির কাজে ব্যবহৃত) স্থাপন করা ছিলো। পাম্পের বৈদ্যুতিক সংযোগ থেকে টিউবওয়েলটি কোনো কারণে বৈদ্যুতিক সংযোগের সাথে যুক্ত হয়। এতেই ঘটে মর্মান্তিক মৃত্যুর ঘটনা।
এদিকে আব্দুর রাজ্জাকের মরদেহ বাড়িতে নেয়া হলে চারদিকে শোকের ছায়া ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৯টায় গ্রাম্য কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।