কার্পাসডাঙ্গায় ৫ ভাটাশ্রমিক অপহরণ মামলায় চাঁদাবাজ হামিদুল গ্রেফতার : নেপথ্য ফাঁস

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা এমআর ইটভাটার ৫ শ্রমিক অপহরণ মামলায় হামিদুল (৫২) নামের নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামানের নেতৃত্বে এসআই অচিন্ত কুমার ও এএসআই তপন কুমার নন্দী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা-গোবিন্দহুদা গ্রামের মৃত উকিল হালসনার ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কার্পাসডাঙ্গা এমআর ইটভাটার ৫ শ্রমিক অপহরণ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরো বলেন, এলাকায় প্রায় ১৪/১৫ জনের একটি চাঁদাবাজ গ্রুপের লোকজন ৩/৪ বছর ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইটভাটা মালিকদের সাথে ভারতীয় সিমে কথা বলতো এবং বিজয় বাবু নাম ব্যবহার করে এলাকার বিভিন্ন ইটভাটায় চাঁদাবাজি করে আসছিলো। হামিদুল ওই গ্রুপের একজন সক্রিয় সদস্য।

Leave a comment