হারুন রাজু/হানিফ মণ্ডল: জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট পর্যায়ের দু দিনব্যাপি বৈঠক সম্পন্ন হয়েছে। এ বৈঠকে যোগ দিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকসহ ৩৯ জনের প্রতিনিধি দল দর্শনা জয়নগর সীমান্তে পথে ভারতে যায় গতপরশু শুক্রবার বেলা ১১টার দিকে। রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার রশীদুল হাসানসহ ৩৯ জনের প্রতিনিধি দল দর্শনা জয়নগর সীমান্ত পথে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর সার্কিট হাউজে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেয়। গত শুক্রবার দুপুর দুটোর দিকে বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দু দিনের বৈঠক শেষে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে তারা দেশে ফেরেন।
বাংলাদেশে প্রতিনিধি দলের নেতা মেজবাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সম্মেলনে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ, মাদক চোরাচালান, নারী ও শিশুপাচার রোধ, বন্দী বিনিময়, সীমানা পিলার জটিলতাসহ সীমান্তবর্তী জেলাসমূহের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রস্যু আলোচনা হয়েছে। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুর জেলা এবং ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলার ডিসি-ডিএম, পুলিশ সুপার, বিজিবি কর্মকর্তা, এডিসি, ইউএনও এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তরা এ সম্মেলনে অংশ নেন। সম্মেলনে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন- মুর্শিদাবাদের জেলা প্রশাসক শ্রী রত্নাকর রাও, বিএসএফ’র সাউথ বেঙ্গলের আইজি, কৃষ্ণনগরের ডিআইজি ও মুর্শিদাবাদের ডিআইজি। বাংলাদেশের মধ্যে ছিলেন- রাজশাহী পুলিশ সুপার আলমগীর কবির, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর কবির, পুলিশ সুপার রশিদ আহমেদ, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসাইন, পুলিশ সুপার প্রলয় সিসিম, ঝিনাইদহ জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার আলতাফ হোসাইন, মেহেরপুরের জেলা প্রশাসক মো. মাহমুদ হোসাইন, পুলিশ সুপার হামিদুল আলম, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন ও পুলিশ সুপার রশীদুল হাসান, বিজিবির চাঁপাইনবাবগঞ্জ-৯ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল জাফর, রাজশাহী-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান ও কুষ্টিয়া ৩২ ব্যাটালিয়নের মেজর মেহেদী হাসান। দু দিনের সম্মেলন শেষে বাংলাদেশের প্রতিনিধিদল গতকাল রাত সাড়ে ৯টার দিকে দর্শনা জয়নগর সীমান্ত পথে দেশে প্রবেশ করলে তাদের চুয়াডাঙ্গা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মুন্সি আসাদুজ্জামান আসাদ, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান, দর্শনা জয়নগর চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ এসআই মাহবুবুর রহমান প্রমুখ।