স্টাফ রিপোর্টার: শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার বিকেলে শুনানি শেষে ৩ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তসরুজ্জামানের আদালত। এর আগে বিকেল তিনটায় গয়েশ্বরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানান শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা হাফিজ উদ্দিন। বকশিবাজার এলাকায় হামলা, গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধাদান ও এমপি ছবি বিশ্বাসকে হত্যার উদ্দেশে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৬টায় তাকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।