অপসংস্কৃতি রুখতে বাউল সঙ্গীত চর্চার গুরুত্ব অনেক

দর্শনা প্রেসক্লাবে সাংবাদিক ধীরু বাউল সংবর্ধিত : কেরুজ এমডি বললেন

 

দর্শনা অফিস: সাংবাদিক মনিরুজ্জামান ধীরু বাউল বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে সংবর্ধিত করা হয়েছে। দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় বাউল শিল্পী হিসেবে ট্যালেন্ট হান টপটেন সিঙ্গার ধীরু বাউলের সমৃদ্ধতা কামনা করেন অতিথিরা।

গতকাল শুক্রবার বিকেলে দর্শনা প্রেসক্লাবে আয়োজিত ধীরু বাউলকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যকালে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান বলেন, বাংলার ঐতিহ্যে লালিত আদি সংস্কৃতি আজ হারাতে বসেছে। অপসাংস্কৃতির রোষানলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সমাজ। এ শিল্পকে যারা ধরে রেখেছে, তাদের মধ্যে রয়েছেন ধীরু বাউল। ধীরু আমাদের গর্ব। ধীরু আজ শুধু চুয়াডাঙ্গাবাসীর নয়, সে গোটা দেশের জন্য অহঙ্কার। দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন বলেছেন, একজন শিল্পীর পথচলা অনেক লম্বা। বহু প্রতিকূলতাকে মোকাবেলা করে এগিয়ে যেতে হয় একজন শিল্পীকে। ধীরু বাউলকে নিয়ে আমরা আশাবাদী সে আরো বড়মাপের শিল্পী হবে। একদিন গোটা দেশে তার সুনাম ছড়িয়ে পড়বে। ধীরু বাউলকে সম্মান দিয়ে প্রেসক্লাব দর্শনাও সম্মানি হলো। আমি ধীরু বাউলের সাফল্য কামনা করছি।

সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধের উপস্থাপনায় সংবর্ধনা সভায় আরো বক্তব্য দেন প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য হাজি আকমত আলী, হাজি খন্দকার শওকত আলী, অ্যাড. সুজাউদ্দিন, দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, আব্দুল আলীম, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক সাহিত্যিক আবু সুফিয়ান, সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শফিকুল আলম, অনির্বাণের প্রতিনিধি সাজ্জাত হোসেন। দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুলের স্বাগত বক্তব্যের মধ্যে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা করেন সাংবাদিক মাহফুজ উদ্দিন খান, আওয়াল হোসেন, জাহিদুল ইসলাম, রেজাউল করিম লিটন, চঞ্চল মেহমুদ, নজরুল ইসলাম, মনিরুজ্জামান সুমন, আহসান হাবীব মামুন, রাজিব মল্লিক, জিল্লুর রহমান মধু, আ. জলিল, মনজুরুল ইসলাম, আজিম উদ্দিন, সাফায়েত হোসেন প্রমুখ। পরে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ উপহার সামগ্রী ধীরু বাউলের হাতে তুলে দেয়া হয়।