স্টাফ রিপোর্টার: নরসিংদী থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর ডিউটি করতে আসা নারী পুলিশ কনস্টেবল মনীষা পারভীন অটো রিকশায় মাজারে যাওয়ার সময় নিজের ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়ছেন- নরসিংদীর পুলিশ কনস্টেবল মনীষা পারভীন ঘটনার সময় একটি অটোরিকশাযোগে প্রধানমন্ত্রীর ডিউটি করতে বঙ্গবন্ধুর মাজারে যাচ্ছিলেন। বাইপাস সড়কের কাছে পৌঁছুলে অটোরিকশার চাকায় নিজের ওড়না পেঁচিয়ে তিনি রাস্তার ওপর পড়ে যান। এ সময় গুরুত্বর আহত মনীষাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক দিনের সফরে টুঙ্গিপাড়া যাওয়ার কথা রয়েছে।