৭ বছরের শিশুকে ৭ বার গুলি

 

স্টাফ রিপোর্টার: আসামের গোহাটি মেডিকেল কলেজ হাসপাতালে শরীরে সাতটি গুলির ক্ষত নিয়ে সাত বছরের এক শিশু মৃত্যুর সাথে লড়ছে। বোড়ো বিচ্ছিন্নতাবাদীরা কালু টুডু নামের আদিবাসী সম্প্রদায়ের শিশুটির শরীরে সাত বার গুলি করেছে। গত মঙ্গলবার আসামের সোনিতপুর এবং কোকরাঝাড় জেলায় বোড়ো বিচ্ছিন্নতাবাদীরা নৃশংসভাবে হামলা চালালে ৭৬ জন নিহত হয়। হামলার পর রাজ্যটির চারটি জেলায় কার্ফ্যু জারি করে রাখা হয়েছে। কালু টুডু মুখ, কনুই, কোমর ও হাত গুলির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে হাসপাতালটির ট্রমা সেন্টারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার মা হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। আরেকজন আহত, রানি বসুমাতারি (৫০) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তার স্বামী বিশ্বনাথ বসুমাতারি জানিয়েছেন যে হামলার ঘটনার সময় তিনি খড়ি সংগ্রহ করতে বাইরে ছিলেন, এসে দেখেন তাদের বাড়ি ঘড় জ্বালিয়ে দেয়া হয়েছে। বোড়ো বিচ্ছিন্নতাবাদীরা পূর্বশত্রুতার জের ধরে প্রতিশোধ নিতে এ হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার প্রতিশোধ নিতে গত বুধবার থেকেই সক্রিয় হয়ে উঠেছে আদিবাসী গ্রুপগুলো। তাদের হামলায় এখন পর্যন্ত পাঁচজন বোড়ো নিহত হয়েছে। হামলা ঠেকাতে পুলিশ গুলি চালালে আরো তিনজন আদিবাসী নিহতের ঘটনা ঘটে।