মুজিবনগর প্রতিনিধি: ঢাকায় বসবাসরত বল্লভপুর খ্রিস্টিয়ান সমবায় সমিতির উদ্যোগে বল্লভপুর মিশন হাসপাতালের বৃদ্ধ্যাশ্রমের সদস্যদের মাঝে বড়দিনের শুভেচ্ছা স্বরূপ বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে বল্লভপুর মিশন হাসপাতালে বৃদ্ধ্যাশ্রমের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন বল্লভপুর ইম্মানুয়েল চার্চ পুরোহিত রে. বিলিয়ম সরদার, চার্চ অব বাংলাদেশের বল্লভপুর ডিনারি সম্পাদক মি. সংকর বিশ্বাস, মি. অশোক মল্লিক এবং ঢাকায় বসবাসরত বল্লভপুর খ্রিস্টিয়ান সমবায় সমিতির সদস্যবৃন্দ।