স্টাফ রিপোর্টার: দামুড়হুদা কুনিয়া গ্রামের ঘরজামাই রেন্টুকে কুপিয়ে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাত ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। রেন্টুর শয্যাপাশে থাকা লোকজন জানিয়েছে ডাকাতদল তাকে কপিয়ে জখম করেছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত আকবার আলীর ছেলে রেন্টু (৩০) দু বছর আগে থেকে শ্বশুরবাড়ি একই উপজেলার কুনিয়া গ্রামে বসবাস করে আসছেন। রেন্টুর শ্যালক সেলিম জানান, গতরাত ১০টার দিকে গ্রামেই মসলেমের চায়ের দোকানে বসে ছিলেন রেন্টু। রাস্তা দিয়ে ১০/১২ জন লোক যাচ্ছিলো। এ সময় রেন্টু তাদেরকে লক্ষ্য করে টর্চলাইট মারেন। এরপর তাদের মধ্য থেকে কয়েকজন লোক ছুটে দোকান ও পাশে থাকা লোকজনের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। রেন্টুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এছাড়া আব্দুল কাদের ও মাহবুলের কাছ থেকে মোবাইলফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে তারা সটকে পড়ে। ধারণা করা হচ্ছে, ওরা ডাকাতদলের সদস্য হবে। ডাকাতির প্রস্তুতির জন্য বের হয়ে এ তাণ্ডব চালিয়েছে। পরে আমরা রেন্টুকে উদ্ধার করে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।