তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে চুয়াডাঙ্গায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় যুবদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা যুবদল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মানহানি মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এক সমাবেশের আয়োজন করে।

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টনের সভাপতিত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মহাবুল হকের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু আলা সামসুজ্জামান, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মঙ্গল, চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম সদস্য মাহামুদুল হক পল্টু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য ও চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক রবিউল হক মল্লিক, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব, চুয়াডাঙ্গা জেলা যুবদল সদস্য আব্দুর সালাম, মুবা, আরিফ, সুমন, লালন, আশরাফুল, আব্দুল আলিম, শাহিন, খোকন, আরিফুল, মাহাবুব, আশাদুল। চুয়াডাঙ্গা জেলা ছাত্রনেতা আল-আমিন, স্কয়ার, মতি, সোহেল, ছোটন, মালেক প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যের মধ্যে বলেন, শেখ মুজিবের বাকশাল সরকারের প্রেতাত্তা এ শেখ হাসিনার সরকার, দেশনেতা তারেক রহমানের জনপ্রিয়তায় ভীতুসন্ত্রস্ত হয়ে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরানোর যে অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি একত্রিত হয়ে আন্দোলনের মধ্যদিয়ে প্রতিহত করবে। আগামী দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ স্বঘোষিত অনির্বাচিত সরকারকে হঠানোর জন্য যে, আন্দোলনের ডাক দেবে আমরা সে আন্দোলনে সাড়া দিয়ে রাজপথে এসে প্রয়োজনে বুকের রক্ত দিয়ে গণতান্ত্রিক পন্থায় নির্দলীয় তত্ত্ববধায়ক সরকার কায়েম করে ছাড়বো ইনশাল্লাহ্।

অপরদিকে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে জেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করার সময় বিপুল সংখ্যক পুলিশ মিছিলে বাধা প্রদান করে এবং নেতৃবৃন্দ পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বার বার চেষ্টা করেও মিছিলটি অগ্রসর হতে না পারায় পুলিশি বাঁধার মুখে জেলা যুবদলের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক শেখ সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম রতন, জেলা সদস্য ও বিএনপি নেতা অ্যাড. শামীম রেজা ডালিম ও আবু জাফর মন্টু। বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য ও যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, মোখলেছুজ্জামান মোখলেছ, আরিফুজ্জামান পিন্টু, তৌফিকুজ্জামান তৌফিক, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মুকুল, ওহিদুল ইসলাম বাবু, গোলাম হোসেন, ডালিম হোসেন, ইমদাদুল হক বুলু, আজিজুল হক, খাজা করিম, শোয়েব। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসরাফ হোসেন, জেলা জাসাস আহ্বায়ক শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা ওলামা দলের সভাপতি মো. ফজলুর রহমান, পৌর বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন, আব্দুস ছাত্তার, শাহনেওয়াজ কালু, মনিরুজ্জামান মনি জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, সাঈদ হোসেন, তৌহিদুজ্জামান তৌহিদ, সুমন, সোলেমান, রাজিব হোসেন, সাদ্দাম হোসেন, বাদশা শেখ, জাহিদ হোসেন, মামুন, সন্টু মিয়া, আব্দুল ওহেদ মেম্বার, রুবেল আহমেদ, নয়ন হোসেন, আমীর আলী, আহসান হাবীব মুক্তি, আশরাফুজ্জামান দিলা, বকুল আহমেদ, শফিকুল আজম ডালিম, শওকত ওসমান, মহির উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মিথ্যা মামলা দিয়ে কিংবা গ্রেফতারি পরোয়ানা জারি করে তারেক রহমানের জনপ্রিয়তা নষ্ট করা যাবে না। তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে লাখো মানুষের গণজোয়ার সৃষ্টি হবে। অচিরেই তিনি দেশে ফিরে এসে গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দেবেন এবং দেশের মানুষের ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠা করবেন। ফ্যাসিস্ট জালেম আওয়ামী সরকারের নির্যাতন-জুলুম সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। গণআন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে এ জালেম ও অবৈধ সরকারের সকল কর্মকাণ্ডের বিচার করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত আগামী দিনের সকল আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।