জীবননগর ব্যুরো: জীবননগরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর শহরের দৌলৎগঞ্জে অবস্থিত শ্রী শ্রী সিদ্ধেশরী কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী। ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মণ্ডলীর সদস্য রমেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত সিংহ রায়, সহসাধারণ সম্পাদক কিশোর কুমার কুণ্ড, দামুড়হুদা উপজেলা সভাপতি মনোরঞ্জন দেবনাথ ও সভাপতি মণ্ডলীর সদস্য অজয় কুমার লোধ।
সুশান্ত বিশ্বাসের পবিত্র গীতা পাঠের পর বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি রমেন বিশ্বাস। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- দামুড়হুদা উপজেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ, জীবন সেন, যাদব কুমার প্রামাণিক, সাংবাদিক নারায়ণ চন্দ্র ভৌমিক, মন্টু বিশ্বাস ও রনজিৎ দাস।
সম্মেলন শেষে রঞ্জিত কুমার দাস, স্বপন বিশ্বাস, অধির কুমার দেবনাথ এবং যাদব কুমার প্রামাণিককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জীবননগর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল শিক্ষক তাপস কুমার দাস ও মিতালি বিশ্বাস।