দর্শনায় আটককৃত সোহেলের স্বীকারোক্তিতে রানা গ্রেফতার

 

দর্শনা অফিস: গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা ডাকবাংলো চত্বর থেকে বিজয় মেলা দেখে বাড়ি ফিরছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালি গ্রামের সবজেল হোসেনের ছেলে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকা বিক্রয় প্রতিনিধি সেলিম। সেলিম দর্শনা পরিবার-পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রের কাছে পৌঁছুলে ৪/৫ জনের সশস্ত্র মুখোশধারী ছিনতাইকারী তার গতিরোধ করে। সেলিমের কাছ থেকে নগদ টাকা, বাইসাইকেল, মোবাইলফোন ছিনিয়ে নেয়। ঘটনাস্থলেই দর্শনা আইসি পুলিশের হাতেনাতে আটক হয় দর্শনা ইসলাম বাজারপাড়ার দুলালের ছেলে সোহেলকে।

পুলিশ বলেছে, সোহেলের স্বীকারোক্তিতে ওই রাতেই অভিযান চালিয়ে দর্শনা পৌর শহরের আজমপুর মাঠপাড়ার কাবিলের ছেলে রানাকে গ্রেফতার করা হয়েছে। দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেছেন, সোহেল ও রানাকে জিজ্ঞাসাবাদে বেশ কয়েকটি পয়েন্টে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এ ছিনতাইকারীচক্রের অন্য সদস্যদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল শুক্রবার রানা ও সোহেলকে ছিনতাই মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পত্রিকা বিক্রয় প্রতিনিধি সেলিম বাদী হয়ে দামুড়হুদা থানায় ছিনতাই মামলা দায়ের করেছেন।