জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাসাদহ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক দোকানিকে জরিমানা করা হয়েছে। একই সময়ে হাসাদাহে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও নূরুল হাফিজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার হাসাদাহ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও নূরুল হাফিজ হাসাদাহ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। হাসাদাহ বাজারের মোল্লা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে হোটেল মালিক আশাকে ১ হাজার টাকা জরিমানা ও জনসম্মুখে ধূমপান করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ টাকা জরিমানা করেন। একই সময় আদালত হাসাদহ বাজারে সড়কের সাথে অবৈধভাবে টিনের ছাউনির তৈরি দুটি দোকান ঘর উচ্ছেদ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে উপজেলার হাসাদহ তহশিল অফিস ও আদর্শ গ্রাম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার।

Leave a comment