চুয়াডাঙ্গার শহর বাউল একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শহর বাউল একাডেমীর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে রকমারি গানের প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার শ্মশানপাড়ায় একাডেমীর কার্যালয় চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাউল একাডেমীর সভাপতি জিনারুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বশির আহমেদ হিটু। প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র (২) গোলাম মোস্তফা মস্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক নজরুল ইসলাম বুলবুল, প্রথম আলো চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, পৌর কাউন্সিলর (সংরক্ষিত) সুলতান আরা রত্না, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম মল্লিক ও রতন মিয়া। বক্তব্য রাখেন শহর বাউল একাডেমীর সহসভাপতি আশরাফ আলী মাস্টার।

আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন করেন,বশির আহমেদ হিটু, লিজনা আক্তার বন্যা, শিমুল হোসেন, মো. আলো, জান্নাতুল ফেরদৌস তুলি, রজনী খাতুন ও ইয়াসমিন খাতুন।