প্রতিরোধের মুখে বোমা ফাটিয়ে ডাকাতদলের পলায়ন

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ মাঠপাড়ায় ডাকাতির অপচেষ্টা

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: ডাকাতির অপচেষ্টাকালে বাড়িমালিকের ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে বোমা ফাটিয়ে পালিয়েছে ডাকাতদল। রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ ১টি অবিস্ফোরিত বোমা এবং বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ মাঠপাড়ায় মরজেম হোসেনের বাড়িতে।

এ ব্যাপারে বাড়িমালিক ডিঙ্গেদহ মাঠপাড়ার মছের মণ্ডলের ছেলে মরজেম হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে কয়েকজন ডাকাত পাঁচিল ডিঙিয়ে ভেতরে ঢুকে বাইরের গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। বাড়ি মালিক হেঁসো ও শাবল নিয়ে ডাকাতদের গতিরোধ করে চিৎকার করতে থাকেন। এ সময় ডাকাতদল বাড়িমালিককে লক্ষ্য করে পরপর ৫টি বোমা নিক্ষেপ করে। এর মধ্যে ৪টি বোমা বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত থাকে। অবস্থা বেগতিক দেখে মালিক মরজেম হোসেন পেছনের দরজা দিয়ে বের হয়ে ঘরের ছাদে উঠে ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে গ্রামের লোকজন সঙ্ঘবদ্ধ হলে ডাকাতদল পালিয়ে যায়। সংবাদ পেয়ে রাতেই সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সেকেন্দার ঘটনাস্থল থেকে ১টি অবিস্ফোরিত বোমা এবং বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেন।