স্টাফ রিপোর্টার: বাঙালিদের আনারস বাগান কেটে ধ্বংস করে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটির নানিয়ারচরের ১৪ মাইল এলাকায় দুর্বত্তদের অগ্নিসংযোগে কয়েকটি দোকানসহ পাহাড়িদের ১৩টি ঘর পুড়ে গেছে। গতরাতে নানিয়ারচরের ১৪ মাইল এলাকায় বাঙ্গালীদের একটি বিশাল আনারস বাগান ও সেগুন বাগান কেটে ফেলে ধ্বংস করে দেয়া হয়। এতে প্রায় অর্ধকোটি টাকার ফল বাগান নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ বাঙালিরা পাহাড়িদের কয়েকটি দোকানসহ প্রায় ১৩টি বসতবাড়িতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাড়ীঘরের আগুন নেভায়। রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ও পুলিশ সুপার আমেনা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে এক লাখ টাকা সহায়তা দেন এবং এ ঘটনার তদন্তে উপজেলা চেয়ারম্যানকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।