অরক্ষিত কালভার্ট থেকে পড়ে করিমনচালক জখম
নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রাম থেকে বাড়ি চুয়াডাঙ্গা সদরের ফকিরপাড়া গ্রামে ফেরার পথে অরক্ষিত কালভার্ট থেকে করিমন খাদে পড়ে চালক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত ৮টার দিকে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামে চুয়াডাঙ্গা সদরের ফকিরপাড়া গ্রামের ইঁদু শেখের ছেলে জিদু শেখ (৩৫) যাত্রী নিয়ে ভাড়ায় যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে কালিয়াবকরি ও নতিপোতা গ্রামের মাঝামাঝি কালভার্ট থেকে তিনি হঠাৎ করিমনসহ উল্টে খাদে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো ব্যবস্থা করেন।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, গত ৮ ডিসেম্বর মঙ্গলবার দলকালক্ষ্মীপুরের মৃত গফুর মণ্ডলের ছেলে ভাটাশ্রমিক হাফিজুর রহমান (৪২) ওই কালভার্ট থেকে পড়ে গুরুতর আহত হন এবং তার জিহ্বা কেটে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এছাড়া বিগত কয়েক দিন থেকে ওই কালভার্ট থেকে পড়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছে।