অপহরণের অপচেষ্টা : তোপের মুখে ফাঁকা গুলি ছুড়ে পলায়ন

ঝিনাইদহ কোটচাঁদপুরে যুবলীগের ভ্যন্তরীণ দ্বন্দ্বে দমদমা বাজারে দুর্বৃত্তের অপতৎপরতা

 

কোটচাঁদপুর প্রতিনিধি: অভ্যন্তরীণ দ্বন্দ্বে সন্ত্রাসী ভাড়া করে নিজ দলীয় সদস্যকে অপহণের চেষ্টাকালে এলাকাবাসীর হস্তক্ষেপে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা ফাঁকা গুলি করে পালিয়ে গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৮টার দিকে কোটচাঁদপুর উপজেলার দমদমা বাজারে।

অপহরণের থেকে রক্ষা পাওয়া কোটচাঁদপুর উপজেলার আসাননগর গ্রামের ইউনিয়ন যুবলীগের সহসভাপতি তায়জুল ইসলাম জানান- রাত ৮টার দিকে পার্শ্ববতী গ্রাম দমদমা বাজারে একটি দোকানে এলাকার কয়েকজনের সাথে বসে কথা বলছিলাম। এ সময় ৮/১০ জন এলাকার কয়েকজন দুর্বৃত্ত ঘিরে ফেলে। আগ্নেয়াস্ত্র বুকে ঠেকিয়ে বলে এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি খালেকের কাজে বাধা দিচ্ছিস কেন। তোকে আজ মেরে ফেলবো।’ এ সময় তাকে অপহরণের জন্য টানাহেঁচড়া করতে থাকলে বাজারের লোকজন রুখে দাঁড়ায়। সংগঠিত হয়ে বাঁধা হয়ে দাঁড়ায়। এ সময় তারা ১ রাউণ্ড গুলি ছোড়ে। গুলির শব্দে টহল পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা সটকে পড়ে। পরে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই আসাননগর গ্রামের আমির হোসেন, সিরাজ খন্দোকার, আব্দুস ছালাম তোতাকে গ্রেফতার করে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহিদুল ইসলাম শাহিন বলেন- এলাকার একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ রাতে দমদমা বাজারে গিয়ে তাইজুলকে হুমকিধামকি দিয়ে একটি ফাঁকা আওয়াজ করে চলে আসে। এ ঘটনায় জড়িত থাকা অভিযোগে আমরা তিনজনকে আটক করেছি।