দৌলতদিয়ায় গাড়ি থামিয়ে ছিনতাই

 

স্টাফ রিপোর্টার: ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকার দেড় কিলোমিটার মহাসড়কে ছিনতাইকারীচক্র বেপরোয়া হয়ে উঠেছে। প্রায় প্রতি রাতেই এ চক্রটি মহাসড়কে যানবাহন থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এদের হামলায় প্রায়ই যাত্রী ও চালকেরা মারাত্মক জখম হচ্ছে। গত সোমবার এ ধরনের দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় স্থানীয় ৩ যুবককে গ্রেফতার করেছে। সোমবার ছিনতাইয়ের শিকার হওয়া ভাড়ায়চালিত প্রাইভেটকারের চালক সাইদুল মিয়া জানান, কুষ্টিয়া থেকে রাতে ছেড়ে এসে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া ক্যানেলঘাট এলাকায় পৌঁছান। এ সময়ে ৪/৫টি টর্চলাইট জ্বালিয়ে তাদের গাড়িটি থামতে সংকেট দেয়া হয়। এ সময় তারা পুলিশ ভেবে গাড়ি থামালে ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে ছিনতাইকারী দলটি। মুহূর্তের মধ্যে তারা গাড়িতে থাকা এক ব্যবসায়ীর কাছে থাকা নগদ ৮ হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। এ সময়ে অপর দু যাত্রীর দুটি মোবাইলফোন এবং ১৫শ টাকা ও তার মানিব্যাগসহ গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। প্রাইভেটকারের চাবি নিয়ে যাওয়ায় তিনি বেকায়দার পড়েন।

এর আগে রাত ১টার দিকে ওই এলাকায় আরেকটি প্রাইভেটকার থামিয়ে ছিনতাইকারী দল রফিকুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সর্বস্ব ছিনিয়ে নেয়। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের মোশারফ হোসেনের ছেলে। হাসপাতাল সূত্র তার প্রাথমিক চিকিত্সা নেয়ার বিষয়টি নিশ্চিত করে।

স্থানীয় কয়েকটি সূত্র নিশ্চিত করে, মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ থেকে ক্যানেল ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় প্রায় প্রতি রাতেই এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ভুক্তভোগীরা দূর-দূরান্তের হওয়ায় অধিকাংশ ক্ষেত্রে থানা পুলিশে অভিযোগ না করেই চলে যান।

গোয়ালন্দ ঘাট থানার এসআই ফিরোজ আহমেদ জানান, সোমবার বেলা ৩টার দিকে তারা হোসেন মণ্ডলপাড়ায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত সন্দেহে নজরুল (২৪), এলেম খা (২৯) এবং শাহীনকে (২৭) গ্রেফতার করে। এ সময় এলেম খার নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গোয়ালন্দ ঘাট থানা ওসি মো. নাসির উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত যুবকরা এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদকব্যবসার সাথে জড়িত। এদের বিরুদ্ধে থানায় এ ধরনের বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে। এ চক্রটিকে পুরোপুরি দমন করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।